রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

দেশ ও জনগণের জন্য রাজনীতি করতে হবে

ব্যারিস্টার নওশাদ জমির
বিএনপির নির্বাহী কমিটির সদস্য

দেশ ও জনগণের জন্য রাজনীতি করতে হবে

বাংলাদেশে কোনো সহিংসতা নয়, গঠনমূলক রাজনীতি দেখতে চাই। আমরা এখনো ইতিহাস নিয়ে মারামারি-কাটাকাটির রাজনীতিই করছি। ইতিহাস চর্চা করছি না। সব ইতিহাসেরই একটি বিকল্প ইতিহাস থাকে। সেখানে একটি ঘটনাকে দুই ভাগে বিশ্লেষণ করতে দেখা যায়। বাংলাদেশে এখন গণতন্ত্রের কোনো উপাদান নেই। আইনের শাসন অনুপস্থিত। রাজনীতিতে নেই সহনশীলতা। সব সেক্টরে অতিমাত্রায় রাজনীতিকরণ করা হচ্ছে। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, শিক্ষকতা, চিকিৎসা পেশাসহ সর্বত্রই দলীয়করণ চলছে। তরুণ প্রজন্মকে এসব থেকে বেরিয়ে দেশ ও জনগণের জন্য রাজনীতি করতে হবে। প্রযুক্তিবিদ্যায় পারদর্শী হয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি থেকে শিক্ষা নিয়ে বাস্তবভিত্তিক কর্মপন্থায় কাজ করতে হবে। '৭১ সালের রাজনীতির সঙ্গে ২০১৪ সালের রাজনীতিকে মিলিয়ে ফেলা যাবে না। তরুণ প্রজন্মকে সামনে জায়গা করে দেওয়ার মানসিকতা থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছেলে

 

সর্বশেষ খবর