বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

ভয়ঙ্কর সৌরঝড় [২০১৫-২০২৫]

ভয়ঙ্কর সৌরঝড় [২০১৫-২০২৫]

পৃথিবী ধ্বংসের জন্য সবচেয়ে বড় দুর্যোগের একটি হতে পারে সৌরঝড়। সৌর আলোড়ন একেবারেই নতুন কিছু নয়। কল্পনাতীত বিশাল সৌরজগতে এ ধরনের সৌরঝড় হরহামেশাই ঘটছে। এসব সৌরঝড়ের ধরন ও পরিণতি সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এটুকু নিশ্চিত হওয়া যায় যে, সৌরঝড়ের আঘাতে পৃথিবী মুহূর্তেই সরে যেতে পারে মহাশূন্যের নিজস্ব কক্ষপথ থেকে। ছিটকে যেতে পারে অজানা অন্ধকারে। বাসযোগ্য পৃথিবী হারাতে পারে তার বায়ুমণ্ডল। আর কয়েকঘণ্টার ব্যবধানে পৃথিবী হবে ধু ধু মরুপ্রান্তর। প্রাণের শেষ চিহ্নটুকু মুছে যাবে একটি বড় আকারের সৌরঝড়ের আঘাতে। এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, যেখানে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী। সূর্যের দিকে ধেয়ে আসা সৌরঝড়ের সম্ভাবনা কতটুকু তা খুঁজতে গিয়ে বিজ্ঞানীদের কপালে দুশ্চিন্তার ছাপ পড়েছে। কারণ আর কিছুই নয় সৌরঝড়ের সক্রিয় অঞ্চলে রয়েছে পৃথিবী। প্রতিনিয়ত সৌরঝড়ের শঙ্কা এখানে বাড়ছে অথবা কমছে। কোনো কিছুই স্থায়ী নয় এই অঞ্চলে। সর্বশেষ সবচেয়ে বড় সৌরঝড়ের দেখা পাওয়া গেছে ২০১২ সালের জুলাই মাসে। পৃথিবীর কক্ষপথ ঘেঁষে ছুটে যাওয়া এই সৌরঝড়ের প্রভাব প্রত্যক্ষভাবে টের পায়নি পৃথিবীর মানুষ। কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের হিসাব-নিকাশ ঠিকই মিলে গেছে। পৃথিবী যে সৌরঝড়ে তছনছ হওয়ার আশঙ্কায় রয়েছে তা খুব কাছ থেকে দেখা মিলেছে সেই সৌরঝড় ছুটে যাওয়ায়। সৌরঝড়ের চুম্বকীয় অঞ্চলের প্রভাবে সাময়িকভাবে বিদ্যুৎচালিত যন্ত্র বিকল হয়ে যায়। একটি সৌরঝড়ে উচ্চতরঙ্গের ইউভি তরঙ্গ ছাড়াও এনার্জি পার্টিকেল থাকে যা বিদ্যুৎচালিত যন্ত্র বিকল করে দেয়। ২০১৫-২০২৫ সালের মধ্যে বড় ধরনের সৌরঝড় পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

 

সর্বশেষ খবর