বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

আকাশছোঁয়া সুনামি [এখনো অজ্ঞাত]

আকাশছোঁয়া সুনামি [এখনো অজ্ঞাত]

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্চ ডুবে যাওয়ার আশঙ্কা অনেক বছর থেকেই করে আসছেন বিজ্ঞানীরা। সে নিয়ে কাজ চলছে কয়েক দশক ধরে। এরই মধ্যে পৃথিবীর মানুষ দেখল সুনামির ভয়াবহতা। চোখের পলকে সাগর থেকে সমুদ্র ঢেউ কীভাবে গিলে ফেলতে পারে জনপদ তার ভয়াবহ দৃশ্য স্পষ্ট হলো। এখন সুনামি উঠতে পারে ক্যারিবিয়ান অঞ্চলে। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ড. সাইমন এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের ড. স্টিভেন ওয়ার্ড তাদের গবেষণায় নিশ্চিত তথ্য তুলে ধরে দেখান কামব্রে ভিয়েজা আগ্নেয়গিরি ক্যানারি দ্বীপ কাঁপিয়ে নিক্ষিপ্ত করতে পারে লাভা। ২০০১ সালে প্রকাশিত তাদের গবেষণাপত্র বিশ্বের বিভিন্ন গবেষক বিজ্ঞানীরা যাচাই-বাছাই করে তাদের সঙ্গে একমত হয়েছেন। এই আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে গোটা দ্বীপই শুধু ডুবে যাবে না বরং কাঁপিয়ে তুলবে সমুদ্র তলদেশ। এতে করে ক্যারিবিয়ান অঞ্চলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে। এই সুনামির আকার কত বড় হতে পারে তা নিয়ে গবেষণা করেছেন তারা। তাদের হিসাব বলছে ৩৩০ ফুট উচ্চতার সমুদ্র ঢেউ উঠবে। প্রতি ঘণ্টায় এই আকাশছোঁয়া সুনামির গতিবেগ থাকতে পারে ৫০০ কিলোমিটার। পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, অবিশ্বাস্য এই দুর্যোগ যদি কখনো আঘাত হানে তাতে ভেঙে গুঁড়িয়ে যাবে সবকিছু। সে অঞ্চলে সভ্যতার শেষ চিহ্নও খুঁজে পাওয়ার নূ্যনতম সম্ভাবনা নেই। পৃথিবীর কোন অঞ্চলগুলো এ ধরনের দৈত্যাকৃতির সুনামির কবলে পড়তে পারে? সে প্রশ্নে উত্তর বলছে, ক্যারিবিয়ান অঞ্চল ছাড়াও গোটা ইংল্যান্ড ও ফ্লোরিডা শহর অদূর ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যের সাক্ষী হতে পারে।

এখনো এ নিয়ে কাজ চলছে। আকাশছোঁয়া সুনামি কত সাল নাগাদ পৃথিবীতে আঘাত হানতে পারে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

সর্বশেষ খবর