বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

ডুববে পূর্ব উপকূল [২০৫০-২১০০]

ডুববে পূর্ব উপকূল [২০৫০-২১০০]

নাসার হিসাব বলছে গত ৭০০ বছরের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হ্যারিকেন ২০১২ সালে আঘাত হানা হ্যারিকেন স্যান্ডি। স্যান্ডির আঘাতে বহু অঞ্চল ডুবে যায়। কয়েক বছরের মধ্যে ঘটা এ ধরনের হ্যারিকেন ঝড় পূর্ব উপকূলকে আরও বিপজ্জনক করে তুলেছে। ২০৫০ সাল নাগাদ পূর্ব উপকূল পুরোপুরি পানির তলায় চলে যাবে এ হিসাব কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেভাবে বাড়ছে তাতে বরং এই শঙ্কা আরও দৃঢ় হয়। ২০১২ সালে এমিরেটস প্রফেসর জন বুন এক গবেষণাপত্রে জানিয়েছিলেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে এবং পূর্ব উপকূল, ফ্লোরিডা, নিউফোর্ডল্যান্ড, কানাডা এ অঞ্চলগুলো ১৯৮৭ সাল থেকে দুই দশকের ব্যবধানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতি বছর ০.৩ মিলিমিটার করে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।

ভার্জিনিয়া ইনস্টিটিউশন অব মেরিন সায়েন্সের এই আলোচিত অধ্যাপক আরও জানান পূর্ব উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার এখন তিন থেকে চারগুণ বেড়েছে। স্বস্তিতে নেই দক্ষিণাঞ্চলের পৃথিবীবাসী। এ হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ সমুদ্রতীরবর্তী বহু শহর পুরোপুরি ডুবে যাবে। সমুদ্রে ডুবে যাবে নিউইয়র্ক শহরসহ, বঙ্গোপসাগরের সমুদ্রতীরবর্তী জনপদ। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির। অবাধে বৃক্ষনিধন, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, ওজন স্তর ক্ষতি করে এমন রাসায়নিক উপাদানের ব্যবহার বৃদ্ধি সব মিলিয়ে তৈরি করছে এই ভয়াবহতা। ইতিমধ্যে এর খারাপ প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টি কমে যাওয়া। ঋতুর বৈশিষ্ট্য হারিয়ে যাওয়া। দূষণ বৃদ্ধির সঙ্গে জীবনযাত্রায় ব্যতিক্রমী প্রভাব পড়ছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে পৃথিবী ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে পারে ২০৫০ থেকে ২১০০ সালের মধ্যে।

 

সর্বশেষ খবর