বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

ভূমিকম্প সুনামিতে ওরাগনে ভাঙবে সব [২০১৫-২০৬৫]

ভূমিকম্প সুনামিতে ওরাগনে ভাঙবে সব [২০১৫-২০৬৫]

পৃথিবীতে বড় ধরনের ধ্বংস রেখে যেতে পারে ভূমিকম্পের সঙ্গে ঘটা সুনামি। এই দুইয়ের আঘাতে ভূমিকম্পপ্রবণ অঞ্চল টুকরো টুকরো হওয়ার শঙ্কা বহু আগে থেকেই করে আসছেন বিজ্ঞানীরা। ওরাগনে আগামী ৫০ বছরের মধ্যে ৮ থেকে ৯ মাত্রার বড় ধরনের ভূমিকম্প ঘটতে পারে। এতে একই সঙ্গে তৈরি হতে পারে প্রকাণ্ড সুনামি।

এ ধরনের সতর্কবার্তা দিয়েছে ওরাগন সেসমিক সেফটি পলিসি অ্যাডভাইজরি কমিশন। ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে বড় আকারের প্লেটনিক গর্ত এই বিপদের কারণ হতে পারে। ১,২৮৭ কিলোমিটার ফাটল সমুদ্রের দিকে চলে গেছে ওরাগন থেকে। উত্তর আমেরিকা পুরোটাই এই ভূমিকম্প ঝুঁকির ওপর দাঁড়িয়ে আছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প এখানেই হতে পারে। তবে শুধু ভূমিকম্পই বিপদের সব টুকু নয়। এ অঞ্চলে ভূমিকম্পের সঙ্গে সুনামি অবশ্যম্ভাবী। ২০১০ সালে এই সতর্কবার্তা প্রকাশ করার পর থেকে অনেকেই এই দুর্যোগ ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।

 

সর্বশেষ খবর