বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইএসকে কাঁপাচ্ছে রাশিয়া ও ফ্রান্স

আইএসকে কাঁপাচ্ছে রাশিয়া ও ফ্রান্স

আইএসের হুমকিতে রয়েছে সারা বিশ্ব। আইএস নির্মূলে যুক্তরাষ্ট্র আগে থেকেই অভিযান পরিচালনা করে আসছে। তবে অভিযানের মোড় পাল্টে যায় রাশিয়া যোগ দেওয়ায়। ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পর আইএস নিয়ন্ত্রিত এলাকায় সাঁড়াশি বিমান হামলা শুরু করে। বোমা হামলায় আইএসের জিহাদি নিয়োগকেন্দ্র ও অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে। প্রতিবেশী দেশ জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত থেকে রাশিয়ার যুদ্ধবিমান সিরিয়ায় হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সপ্তাহ ধরে বিমান হামলার পর এবার রণতরী থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার পাশাপাশি এই প্রথমবারের মতো সিরীয় সেনাবাহিনীও স্থলপথে হামলা চালায়।

সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোয় পুতিনের প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তুরস্কে জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বিভিন্ন দেশ নতুন উদ্যমে আইএসবিরোধী লড়াইয়ে সম্মত হয়েছে।

সর্বশেষ খবর