বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুসলিম দেশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত

লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, ইরাক, তুরস্ক ও সাইপ্রাসের একাংশ নিজেদের করে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় আইএস। মধ্যপ্রাচ্যজুড়ে তাদের তাণ্ডব দেখছে বিশ্ববাসী। নিরীহ মানুষদের পুড়িয়ে মারছে, জবাই করছে। নিরপরাধ নারী ও শিশুরাও বাদ যাচ্ছে না আইএসের নৃশংসতার হাত থেকে। সম্প্রতি প্যারিসে সন্ত্রাসী হামলার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে আইএস আতঙ্ক। ২০০৪ সালে মাদ্রিদ রেলের ওপর বোমা হামলার পর ইউরোপে এতবড় হামলার ঘটনা আর ঘটেনি। প্যারিসে হামলার পর ইসলামিক স্টেট তথা আইএস নামটি আবার উঠে এসেছে। আইএস এই হামলার দায় স্বীকার করেছে। আইএসের বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলায় মুসলিমপ্রধান দেশগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। ধর্ম নিয়ে রাজনীতি ও সন্ত্রাসকে পুঁজি করে সন্ত্রাসবাদ শব্দটির সঙ্গে মুসলিম দেশগুলোকে জড়ানোর অপচেষ্টাও করা হয়েছে বিভিন্ন সময়ে। কিছু আন্তর্জাতিক মিডিয়া সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক খুঁজে নিতেই বেশি মরিয়া। বাস্তবতা হচ্ছে, বিশ্বের প্রতিটি সভ্য দেশ, তাদের সরকারপ্রধান ও শান্তিপ্রিয় মানুষ বরাবরই সন্ত্রাসবাদ ও নির্দিষ্ট কোনো ধর্মকে এক করে দেখেন না। সন্ত্রাসীদের ধর্ম একটা, সন্ত্রাসবাদ।

সর্বশেষ খবর