বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশে দেশে প্রত্যাখ্যাত আইএস

দেশে দেশে প্রত্যাখ্যাত আইএস

আইএসের সন্ত্রাসবাদ বিশ্লেষকদের ধারণার চেয়েও এদের শক্তি বেশি। হাজার হাজার দেশি-বিদেশি প্রশিক্ষিত বাহিনী সিরিয়া ও ইরাকে জোটবেঁধে লড়ছে। লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, ইরাক, তুরস্ক ও সাইপ্রাসের একাংশ নিয়ে বৃহত্তর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে আইএস। তবে আইএসের প্রধান নেতা বাগদাদির আইএস নিয়ে যে স্বপ্ন ও রূপরেখা দিয়েছিলেন তারচেয়ে বর্তমান আইএস অনেক বেশি নাজুক অবস্থায় রয়েছে। নিরীহ মানুষ হত্যা ও নৃশংসতা চর্চার জন্য ইসলামের মূল ধারার উল্লেখযোগ্য অংশ আইএসকে সমর্থন করে না। এমনকি অনেক জিহাদি গোষ্ঠীও আইএসের আহ্বানে মুখ ফিরিয়ে নিয়েছে। অধিকাংশ মুসলিম জনগণই তাদের আইএসের নির্মম হত্যাযঙ্গের বিরুদ্ধে। দেশে দেশে সামাজিকভাবেও আইএস প্রত্যাখ্যাত হচ্ছে।

সর্বশেষ খবর