শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
টাইম ম্যাগাজিনের চোখে

বিশ্বের শত প্রভাবশালী

তানভীর আহমেদ

বিশ্বের শত প্রভাবশালী

আমেরিকার সাপ্তাহিক টাইম ম্যাগাজিন প্রতিবারের মতো এ বছরও প্রকাশ করেছে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা। রাজনীতিবিদ, সমাজকর্মী থেকে শুরু করে ক্রীড়াবিদ, গবেষক, শিল্পী, বিশ্বসেরা অনুপ্রেরণীয় ব্যক্তিদের নাম উঠে এসেছে এই তালিকায়। তাদের নানা অর্জন ও কর্মযজ্ঞের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেছে টাইম ম্যাগাজিন। আলোচিত কয়েকজন ব্যক্তিকে নিয়ে আজকের রকমারি—

   

ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই সমালোচনার বেড়াজালে রয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যে বৈশ্বিক রাজনীতিতে তার বক্তব্য ক্ষেপণাস্ত্রের মতোই আঘাত হানছে। সর্বশেষ সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তার একগুঁয়েমি ও আগ্রাসী মনোভাবের কথা প্রমাণ করে দিয়েছে। নানা সংকটে জল ঘোলা করতেও নাম জড়াচ্ছে তার। তবে এসব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে ট্রাম্প চলছেন তার মতোই। প্রভাবশালীদের তালিকায় ট্রাম্প রয়েছেন আগের মতোই।

 

কিম জং উন

দ্য গার্ল উইথ সেভেন নেমসের লেখক লি কিম জং উনকে নিয়ে টাইমে লেখেন, নানা আতঙ্ক আর উদ্বেগের পর দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিকে নিজ দেশকে অংশগ্রহণের ঘোষণা শান্তি ও প্রত্যাশার স্বপ্ন দেখিয়েছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। তাকে নিয়ে নানা সমালোচনার পাশাপাশি লি বলেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হলেও বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন তিনি— এ অস্বীকার করার জো নেই।

 

জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে টাইম ম্যাগাজিনে উল্লেখ করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দার্ন। মধ্যপ্রাচ্যের শরণার্থীদের বুকে তুলে নিয়েছেন এই তরুণ প্রধানমন্ত্রী। হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল ব্যক্তি হিসেবেও তিনি বিশ্ববাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মানবিক সংকটে সবার আগে এগিয়ে আসা ট্রুডো সিরিয়া শরণার্থীদের জায়গা দিয়েছেন তার দেশে। রোহিঙ্গা শরণার্থী সংকটে বাংলাদেশের পক্ষে সোচ্চার রয়েছেন।

 

নানা অর্জনে প্রশংসিত শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন বিশ্বের প্রভাবশালী নেতৃবৃন্দের তালিকায়। টাইম ম্যাগাজিন বলছে, বর্তমান সময়ের সবচেয়ে বড় মানবিক সংকট রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও খাবার দিয়ে অনন্য নজির রেখেছেন তিনি। বিশ্বের শীর্ষ নেতাদের তালিকায় প্রভাবশালী হিসেবেই তাকে উল্লেখ করেছে ম্যাগাজিনটি। এ ছাড়া নানা অর্জনের পাশাপাশি দেশে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হচ্ছে বলে মত দিয়েছে টাইম। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর তিনি নির্ভয়ে সব ধরনের সংকটের বিরুদ্ধে লড়াই করেছেন বলেও প্রশংসা করা হয়েছে।

 

‘মি টু’ প্রতিবাদের ঝড়ের নাম তারানা

তারানা বুর্কে ২০০৬ সালে যৌন নির্যাতনবিরোধী ‘মি টু’ আন্দোলন শুরু করেছিলেন। সেখান থেকেই যাত্রা শুরু। এরপর হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের সূত্র ধরে মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো ‘মি টু’ হ্যাশট্যগের এই প্রচারণা শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ‘মি টু’ হয়ে ওঠে প্রতিবাদের আরেক নাম। যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা প্রকাশ করতে নারীদের উৎসাহিত করতে এ প্রচারণা। একসময় যৌন নিপীড়নবিরোধী এই প্রচারণায় নারীদের পাশাপাশি যোগ দেয় পুরুষেরাও। সামাজিক মাধ্যমে ভাগাভাগি করেন তাদের যৌন হয়রানির কথাও। কৃষ্ণাঙ্গ নারী তারানা বুর্কে রীতিমতো জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠেন। তারানাও জায়গা পেয়েছেন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়।

 

মাঠ কাঁপানো বিরাট কোহলি

শীর্ষ তারকা ও সিনিয়র ক্রিকেটারদের অবসরের পর একাই ভারতীয় ক্রিকেট দলকে পুনর্জীবিত করেছেন বলে মত দেয় টাইম। রজার ফেদেরারদের মতো বিশ্বতারকার পাশাপাশি বিরাট কোহলিও তাই জায়গা পেয়েছেন প্রভাবশালী স্পোর্টস স্টার হিসেবে। ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে থাকা কোহলি প্রতিনিয়তই নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়।

 

তালিকায় ব্রিটিশ রাজপরিবারের দুজন

সংগীতশিল্পী এলটন জন প্রিন্স হ্যারিকে নিয়ে লেখেন টাইম ম্যাগাজিনে।  কেনসিংটন রাজপ্রাসাদে দুপুরের খাবার খেতে গিয়ে তার প্রথম পরিচয় হয় প্রিন্সের সঙ্গে। এক পরিচয়েই দুজনের হৃদ্যতা বাড়ে। এইডস ও দুরারোগ্য ব্যাধি নিয়ে কাজ করতে প্রিন্স হ্যারি বরাবরই ছিলেন একনিষ্ঠ। রাজপরিবারের মানুষ হয়েও সাধারণ মানুষের মন জয় করে নিতে ওস্তাদ প্রিন্স হ্যারি। তার সহধর্মিণী মেগান মার্কেলও জায়গা পেয়েছেন টাইমের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়। ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মেগান মার্কেলকে মূল্যায়ন করেছেন একজন নিবেদিত প্রাণ মানবিক মানুষ হিসেবে। মেগান মার্কেল নিজেও একজন অভিনেত্রী। প্রিয়াঙ্কার ভাষায়, বিরানি খেতে খেতে বিশ্ববাসীর জন্য তার কল্যাণকর ভাবনার কথাগুলো আমাকে দারুণ অভিভূত করেছিল।

 

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা

টেক ওয়ার্ল্ডে এত বড় চমক বিশ্ব এর আগে কবে দেখেছে অনেকেই মনে করতে পারবেন না। ভারতীয় সত্য নাদেলা যখন শীর্ষ টেক করপোরেশন মাইক্রোসফটের সিইও হলেন সারা বিশ্বই তখন আলোচনায় মশগুল। আলোচনাটা তাকে ঘিরেই। সৃজনশীলতার নতুন দিগন্তের খোঁজে সত্য নাদেলার এই যাত্রা যেন মাইক্রোসফটকে পুনর্জীবন দেয়।

 

নজর কেড়েছেন দীপিকা পাডুকোন

ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় নাম লিখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। হলিউডে ট্রিপল এক্স সিরিজ ও ফাস্ট অ্যান্ড ফিউরিসিয়ার ফ্রাঞ্চাইজিতে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকদের নজরে আসেন তিনি। ২০১৭ সাল জুড়েই তাকে নিয়ে মেতে ছিল বলিউড অঙ্গন। বানশালীর পদ্মাবত থেকে শুরু করে প্রথম সারির সব আলোচিত সিনেমায় তার উপস্থিতি জানান দিয়েছে দীপিকা দিন দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। মিডিয়াতে বিভিন্ন সামাজিক ইস্যুতেও তিনি রয়েছেন সোচ্চার। দীপিকা যে আন্তর্জাতিক দর্শকদের বুকে ভালোবাসার তীর গেঁথে দিয়েছেন তার প্রমাণ মেলে রেড কার্পেটে পা রাখার পর। সব ক্যামেরার ঝলকানি তো বিশ্ববাসী দেখছেই— কিন্তু অন্দরের খবর জানেন? রেড কার্পেট পেরিয়ে বলরুমে ঢোকার পরই গোটা চিত্র যেন বদলে যায়। শীর্ষ হলিউড তারকারাও তার গ্ল্যামারে চমকে ওঠেন। পুরো বলরুমের আকর্ষণ হয়ে ওঠেন তিনি। তার সেই রোমান্টিক উপস্থিতি ও ক্যামিস্ট্রির বর্ণনা দিয়েছে টাইম ম্যাগাজিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর