রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
খুলনা

কোয়ালিটি পাঠক কমছে খুলনায়

সামছুজ্জামান শাহীন, খুলনা

কোয়ালিটি পাঠক কমছে খুলনায়

পুরনো ধাঁচের দোতলা ভবনটিতে ঢুকলেই পাঠকক্ষে দেখা মেলে সারি সারি বইয়ের তাক। মাঝের জায়গাটুকুতে কাঠের চেয়ার টেবিলে বইয়ের পাতায় মগ্ন পাঠক। ইন্টারনেটের যুগেও পাঠকের আগ্রহ ধরে রাখতে পেরেছে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার। প্রতি মাসেই এখানে পাঠকের আনাগোনা চার হাজারের বেশি। তিন শ জন ধারণক্ষমতার পাঠকক্ষে মাঝে মাঝে পাঠককে বসতে দেওয়া যায় না। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা দুপুরের খাবার নিয়ে হাজির হন গ্রন্থাগারে। নগরের আপার যশোর রোডে বয়রা এলাকায় ১৯৬৪ সালে স্থাপিত গণগ্রন্থাগারে ১ লাখ ৩০ হাজার বইয়ের বিশাল সংগ্রহ। গত সেপ্টেম্বর মাসে এখানে পত্রপত্রিকা পড়তে আসেন ১৫২৭ জন। সৃজনশীল বই পড়তে আসেন ২১১০ জন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে এখানে পত্রপত্রিকা পড়েন ৯৯৭ জন ও সৃজনশীল বই পড়েন ১৫১৩ জন। বই বাড়িতে নিয়ে পড়ার মতো পাঠক আছেন ২৩৫ জন। সেপ্টেম্বরে এখানে বই ইস্যু হয় ৩৪টি। চলতি বছরে নতুন বই এসেছে ২৪৫৪টি। গ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, বর্তমানে অধিকাংশ পাঠকই চাকরিপ্রত্যাশী। তারা নিয়োগ পরীক্ষায় সহায়ক বই, গাইড, বিগত সালের প্রশ্নপত্র সংক্রান্ত পড়াশোনায় ব্যস্ত থাকেন। কর্মকর্তারা বলেন, একসময় গ্রন্থাগারে গবেষণা বইয়ের খোঁজে শিক্ষক-শিক্ষার্থীরা ভিড় করতেন। এখন আসছেন, মূলত চাকরি প্রার্থীরা। সেই হিসেবে কোয়ালিটি পাঠকের সংখ্যা কমেছে। পুরনো গ্রন্থাগার ভবন ভেঙে ৯ তলা আধুনিক সুবিধা সংবলিত নতুন গ্রন্থাগার ভবন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর