রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
বরিশাল

জনবল সংকটে বঞ্চিত পাঠক

রাহাত খান, বরিশাল

জনবল সংকটে বঞ্চিত পাঠক

প্রায় ৯০ হাজার বইয়ের সম্ভার বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে। মাসে ৮ থেকে ৯ হাজার পাঠক আসেন বিভাগীয় গণগ্রন্থাগারে। তবে জনবল সংকটে সেবাবঞ্চিত হচ্ছেন গ্রন্থাগারের প্রাণ পাঠকরা। সরকারি বিএম কলেজের সামনে ২০০৬ সালে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চালু হয়। গণগ্রন্থাগারে ৮৯ হাজার ৪০০ বই আছে। প্রতি বছর নতুন তিন হাজার বই আসে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। শিশু-কিশোর, সাধারণ এবং বিজ্ঞান ও রেফারেন্স তিন শ্রেণির পাঠকের বই পড়ার ব্যবস্থা আছে এখানে। শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঠাগারে শিক্ষার্থীরাই বেশি আসে। তিনটি ফ্লোরে একসঙ্গে প্রায় ৪০০ পাঠকের বই পড়ার ব্যবস্থা রয়েছে। বই বাড়িতে নিয়েও পড়া যায়। এ জন্য সদস্য হতে হয়। সকালের দিকে পাঠকে মুখর থাকে লাইব্রেরি। প্রতিদিন আড়াই শ থেকে ৩০০ পাঠক আসে লাইব্রেরিতে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিকাল ৪টায় লাইব্রেরি বন্ধ করা হয়। পাঠকরা রাত ৮টা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখা এবং পাঠকক্ষগুলো এসিতে রূপান্তরের দাবি জানিয়েছেন। তবে জনবল সংকটে চলতি সেবা দিতেই হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। উপপরিচালকসহ ২৩টি মঞ্জুরিকৃত পদের বিপরীতে কাজ করছেন নয়জন। বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো. আহছান উল্যাহ বলেন, আমাদের একমাত্র সমস্যা জনবল সংকট। শূন্য কোটায় জনবল চেয়ে মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। সাড়া পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকে শূন্য পদে জনবল সরবরাহ করা হলে সেবা গতিশীল হবে বলে তিনি জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর