সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তাঁর উক্তি

♦ পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।

 

♦ মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে। সবচেয়ে বড় মিল হলো, গাছের মতো মানুষেরও শিকড় আছে। শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরনের মৃত্যু হয়। মানুষের নিয়তি হচ্ছে তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভিতর দিয়ে অগ্রসর হতে হয় চূড়ান্ত মৃত্যুর দিকে।

 

♦ একজন কাছের মানুষ আরেকজন কাছের মানুষকে তখনি ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না

 

♦ মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় তাকে খুঁজে বের করুক।

 

♦ ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সব পৃথিবী তলিয়ে যেত। এমনকি হিমালয় পর্বতও!

 

♦ সরাসরি চোখের দিকে তাকিয়ে  কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর