শিরোনাম
রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

মায়ের জন্য উপহার

রকমারি ডেস্ক

মায়ের জন্য উপহার

মা দিবসটিকে আরও রঙিন করে তুলতে মায়ের জন্য তৈরি করতে পারেন ঘরোয়া কোনো উপহার। মাকে চমকে দেওয়ার জন্য ছোটখাটো এসব উপহার মন ভরিয়ে দিতে পারে। এ ছাড়া রয়েছে মায়ের হাতে তুলে দেওয়ার জন্য অনেক সৃজনশীল আইডিয়া। একটু প্রস্তুতি নেওয়া থাকলে এর যে কোনোটি আপনি পছন্দমতো ব্যবহার করতে পারেন। চাইলে কোনো শিল্পীকে দিয়ে করিয়ে নিতে পারে মায়ের হাসি মুখের স্কেচ। তারপর সেটি সুন্দর করে বাঁধিয়ে তুলে দিন মায়ের হাতে। আর যদি শাড়ি উপহার দিতে চান, তাহলে দেখুন মায়ের কোন ধরনের শাড়ি বেশি পছন্দ। আবার যদি মা বই পড়তে ভালোবাসেন, তাহলে উপহার দিন মায়ের ভালো লাগে এমন কোনো বই। আর যদি মা গান শুনতে ভালোবাসেন, তাহলে কিনে ফেলুন তার পছন্দের গানের সিডি। নিতে পারেন মায়ের জন্য তার পছন্দের খাবারও। উপহার হিসেবে মাকে দিতে পারেন ‘মা’ লেখা সুন্দর মগ। কিছু মগের ওপর আবার রয়েছে মাকে নিয়ে লেখা কবিতার লাইন। এ ধরনের মগ পাবেন ফ্যাশন হাউসগুলোয়। উপহার হিসেবে কিনতে পারেন ডায়েরি, ব্যাগ, পার্স, আয়না, কয়েন ব্যাংক, গহনা, গহনার বাক্স, শোপিস, কিংবা মায়ের প্রয়োজনীয় যে কোনো জিনিস। মা দিবস উপলক্ষে অনেক ফ্যাশন হাউসেরই থাকে বিশেষ আয়োজন। নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, মগ, সিডি, বই ইত্যাদিতে থাকে নতুন আমেজ। এ ছাড়া শুভেচ্ছা কার্ড দিতে পারেন। চাইলে আপনার নিজের হাতে মায়ের পছন্দের কোনো খাবার বানিয়ে দিতে পারেন মায়ের কাছে। ছবি সব সময় কথা বলে স্মৃতির। মায়ের সঙ্গে ছোট্টবেলায় তোলা কোনো ছবি বড় করে বাঁধিয়ে দিতে পারেন মাকে। আপনার আর আপনার ভাইবোনের স্বপ্ন পূরণ করতে করতে হয়তো নিজের স্বপ্নের কথা ভুলেই গেছেন। কায়দা করে জেনে নিন মায়ের কোনো স্বপ্নের কথা এবং তা পূরণ করে দিন। যারা মায়ের কাছ থেকে অনেক দূরে থাকেন, তারা একটু কষ্ট করে মা দিবসের দিন সকালে মায়ের দরজায় কড়া নেড়ে মাকে দিতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় উপহারটি। এ ছাড়া ফুল তো রয়েছেই। দূর থেকে যারা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন তারা মায়ের জন্য এক তোড়া ফুল নিয়ে যেতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর