বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

হুইপ আবু সাঈদের বেড়েছে ব্যবসা ও ব্যাংক ঋণ

জয়পুরহাট প্রতিনিধি

হুইপ আবু সাঈদের বেড়েছে ব্যবসা ও ব্যাংক ঋণ

জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে টানা দুবারের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আবারও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচনে এমপি প্রার্থী। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হওয়ার সুবাদে তাঁর ব্যবসার প্রসার ঘটে। এতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি ৭৬৪.২৪ কোটি টাকা ঋণ গ্রহণ করেন বলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেখা যায়, ব্যবসা ও সংসদ সদস্য পদের বেতন-ভাতা থেকে তাঁর বার্ষিক আয় ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৩৫২ টাকা ও নির্ভরশীলদের আয় ২৪ লাখ ৫ হাজার ৮৪ টাকা। নগদ টাকা ৪ লাখ ৫০ হাজার টাকা ও স্ত্রীর নগদ ১ লাখ টাকা। অস্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৮২০ টাকা। আর তাঁর স্ত্রীর রয়েছে ৫৬ লাখ ৩৬ হাজার ৯৩২ টাকা। স্থাবর সম্পদে আগের ১০০ শতাংশ ও সাড়ে ৫ শতাংশ জমির সঙ্গে সাড়ে ৭৪ শতাংশ অকৃষি জমি যোগ হয়েছে। এর দাম ১৬ লাখ ২৬ হাজার ৯৩১ টাকা। ঢাকার পূর্বাচলে রাজউকের সাড়ে ৭ কাঠা জমির দাম ধরা আছে ২১ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর