বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১৫ বছরে মানিকের স্থায়ী আমানত শূন্য থেকে কোটি টাকা

সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ বছরে মানিকের স্থায়ী আমানত শূন্য থেকে কোটি টাকা

সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সম্পদ বিগত ১৫ বছরে সব খাতে বেড়েছে বহুগুণ। পেশা হিসেবে বালু পাথর কেনাবেচা করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। এই খাতে তাঁর বার্ষিক আয় ৬ লাখ ৫৮ হাজার টাকা। ২০০৮ সালে সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে নির্ভরশীলদের বিনিয়োগের পরিমাণ ২ লাখ টাকা ছিল। বর্তমানে এই খাতে মানিকের বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা। আড়াই একর কৃষিজমি থেকে কৃষি খাতের আয় ৬ হাজার টাকা থেকে এবার উন্নীত হয়েছে ৬২ হাজার টাকায়। কৃষিজমির পরিমাণ বাড়েনি তাঁর। তবে ১৫ বছরে এই খাতে নির্ভরশীলদের আয় শূন্য থেকে ১ লাখ ৬৮ হাজার টাকায় উন্নীত হয়েছে। যদিও হালনাগাদ হলফনামায় স্ত্রী বা নির্ভরশীলদের কৃষিজমি নাই বলে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকে নিজ নামে ৩ লাখ ৩০ হাজার ও স্ত্রীর নামে ৩ লাখ ৬০ হাজার টাকা জমা রয়েছে তাঁর। অন্যদিকে ৮৯ লাখ ২৬ হাজার টাকা মূল্যের জিপগাড়ির মালিক তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর