বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুরের ছয় এমপিরই বেড়েছে সম্পদের পরিমাণ

দিনাজপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের ছয় এমপিরই গত পাঁচ বছরে বেড়েছে সম্পদের পরিমাণ। কারও দ্বিগুণ আবার কারও চারগুণ বেড়েছে। তবে কারও স্ত্রীর সম্পদ বাড়লেও কারও স্ত্রীর সম্পদ কমেছে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় থেকে এমন তথ্য জানা যায়। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোরঞ্জন শীল গোপাল এমপির অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৪৭৬ টাকা। পাঁচ বছর আগে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিলকৃত হলফনামায় অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ১১০ টাকা। অর্থাৎ পাঁচ বছরে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪২ হাজার ৩৬৬ টাকা। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য বর্তমান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩৬৯ টাকা। পাঁচ বছর আগে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৯৩৩ টাকা। দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা। পাঁচ বছর আগে তাঁর অস্থাবর সম্পদ দেখানো হয়েছিল ৩ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৯২৯ টাকা। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের আবুল হাসান মাহমুদ আলী এমপির সম্পদের পরিমাণ পাঁচ বছরে বেড়েছে প্রায় তিনগুণ। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৭০ টাকা। পাঁচ বছর আগে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৬ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৯১৯ টাকা। দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের মোস্তাফিজুর রহমান এমপির সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণও বেড়েছে। দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের শিবলী সাদিক এমপির পাঁচ বছরে সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় চারগুণ। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ১১ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর