বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নৌকার দুশ্চিন্তা ট্রাক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌকার দুশ্চিন্তা ট্রাক

বরিশাল-৫ (সদর) আসনের নিরুত্তাপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুককে কিছুটা দুশ্চিন্তায় ফেলেছেন স্বতন্ত্র  প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন। অন্য কোনো প্রার্থীর তেমন প্রচার-প্রচারণা নেই বরিশাল সদরে। বরিশাল-৫ আসনে এবার মোট প্রার্থী ছিলেন ছয়জন। এর মধ্যে আওয়ামী লীগের জাহিদ ফারুকের সঙ্গে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র সাদিক আবদুল্লাহর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের অভিযোগে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল করায় সদর আসনের নির্বাচন উত্তাপ হারিয়েছে। বর্তমানে নিরুত্তাপ নির্বাচনে জাহিদ ফারুকের প্রতিদ্বন্দ্বী এনপিপির আবদুল হান্নান সিকদার, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন। গত রবিবার এক সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির ইকবাল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এনপিপির আবদুল হান্নান সিকদার, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান নামমাত্র নির্বাচনের মাঠে থাকলেও তাদের কোনো প্রচারণা নেই। নেই ভোট ব্যাংক। তবে জাহিদ ফারুকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপনের মূল লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর