বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নৌকার জয়ের পথে বাধা ট্রাক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নৌকার জয়ের পথে বাধা ট্রাক

সিলেট-৩ আসনে মনোনয়ন নিয়ে ছিল নানা নাটকীয়তা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গুঞ্জন ওঠে আসনটি ছেড়ে দেওয়া হচ্ছে জাতীয় পার্টিকে। মনোনয়ন প্রত্যাহার করতে হবে নৌকার প্রার্থীকে। কিন্তু শেষ সময়ে চমক দেখিয়ে মনোনয়ন বহাল রাখেন নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব। আসনটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। কিন্তু যেখানে লাঙলের ভোটযুদ্ধ হওয়ার কথা ছিল সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে নৌকার সঙ্গে ট্রাকের। আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে নির্বাচন জমিয়ে তুলেছেন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিবের সঙ্গে দলীয় মনোনয়ন চান ডা. দুলাল। কিন্তু দল আস্থা রাখে হাবিবের ওপর। আর স্বতন্ত্র নির্বাচনের সুযোগ দেওয়ায় প্রার্থী ডা. দুলাল। নির্বাচনে জাতীয় পার্টি থেকে অংশ নেন আতিকুর রহমান আতিক। শুরুতে আসনটিতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস মিললেও সময়ের সঙ্গে পিছিয়ে পড়েন জাতীয় পার্টির প্রার্থী আতিক। নৌকার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসে ডা. দুলালের ট্রাক। সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনভুক্ত তিন উপজেলা আওয়ামী লীগের একটি অংশ প্রকাশ্যে মাঠে নামে ডা. দুলালের পক্ষে। অন্য পক্ষ মাঠে কাজ করছে নৌকার জন্য। এ ছাড়া প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ অনুসারীরাও ওঠেন দুলালের ট্রাকে। এতে নৌকার সহজ জয় অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর