বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাবেক ও বর্তমান সংসদ সদস্যের লড়াই

দিনাজপুর প্রতিনিধি

সাবেক ও বর্তমান সংসদ সদস্যের লড়াই

দিনাজপুরের বড় আসন নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসনটি। এখানে প্রার্থী হয়েছেন পাঁচজন। এর মধ্যে প্রচার-প্রচারণায় আলোচিত বর্তমান এমপির সঙ্গে সাবেক এমপির ভোটের লড়াই। এরই মধ্যে ভোটারদের মাঝে শুরু হয়েছে ভোটের হিসাবনিকাশ।

এবারের নির্বাচনে দুবারের এমপি শিবলী সাদিক ও সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর নির্বাচনি প্রচারণাও জমা উঠেছে।

তবে অন্য তিন প্রার্থী প্রচারণায় এখনো পিছিয়ে। অনেক ভোটার চেনে না নতুন প্রার্থীদের। নিজ এলাকায় নির্বাচনি অফিস থাকলেও অন্য উপজেলায় প্রচারণা বা অফিস নেই কয়েক প্রার্থীর। তবে ভোটের মাঠে রয়েছে সবাই। দিনাজপুর-৬ আসনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শিবলি সাদিক এমপি নির্বাচিত হন। তৃতীবারের মতো এবারও আওয়ামী লীগের মনোনীত শিবলী সাদিক এমপি (নৌকা) শক্তিশালী প্রার্থী। কিন্তু এ আসনে জোরালো প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২০০৮ সালের আওয়ামী লীগের হয়ে নির্বাচিত ড. আজিজুল হক চৌধুরী (ট্রাক)। তাই নৌকার সঙ্গে ট্রাকের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা  মনে করছেন। এ ছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাসদের (ইনু) শাহ আলম বিশ্বাস (মশাল), তৃণমূল বিএনপির মোফাজ্জল হোসেন (সোনালি আঁশ) এবং স্বতন্ত্র  শাহ নেওয়াজ ফিরোজ শুভ চৌধুরী (ঈগল)। দিন যত গড়াচ্ছে নির্বাচনি উত্তাপ ততই বাড়ছে। প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

সর্বশেষ খবর