বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দ্বিমুখী লড়াই কৌশলী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দ্বিমুখী লড়াই কৌশলী প্রচারণা

বগুড়া-৬ (সদর) আসনে নৌকার পথের কাঁটা এখন ট্রাক। প্রচারণায় এগিয়ে ট্রাক। এই আসনে কোনো প্রার্থীই এককভাবে ভালো অবস্থানে নেই। দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দেওয়ায় চলছে জোর প্রচার-প্রচারণা।  আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আবদুল মান্নান আকন্দ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দুই প্রার্থী মাইকিং, লিফলেট, ফেস্টুন বিতরণ ও টানিয়েছেন। কোনো কোনো এলাকায় প্যারোডি সংগীত গেয়ে ভোটারদের শুভেচ্ছা জানিয়ে ভোট প্রার্থনা করছেন। নানামুখী প্রচারণায়  ব্যস্ত সময় কাটছে তাদের। এই আসনে দুই প্রার্থীর মাঝে মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ২০২৩ সালের উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসেবে উন্নয়নের জন্য ভূমিকা রেখেছেন। স্বতন্ত্র প্রার্থী বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল মান্নান আকন্দ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে ভোটারদের কাছে যেতে পেরেছেন বলে মনে করেন অনেকে। তিনি ট্রাক প্রতীকে ভোট চাইছেন। আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আবদুল মান্নান আকন্দকে সমর্থন দিয়েছেন। এই সমর্থনের ফলে ট্রাক দ্বিমুখী লড়াই জমিয়ে তুলেছে। বগুড়া সদরের ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে        নৌকা আর ট্রাকের।

সর্বশেষ খবর