বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চ্যালেঞ্জে ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চ্যালেঞ্জে ফারুক চৌধুরী

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনটিতে টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তবে তাকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। দলীয় নেতা-কর্মীরাও বিভক্ত এই তিন প্রার্থীকে ঘিরে। গোলাম রাব্বানী কাঁচি ও মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন। প্রচারণা শুরুর পর থেকে নানা চমক দিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেয়ে ভোটের মাঠে সরব হন গোলাম রাব্বানী। এরপরই চিত্র বদলে যায় তানোর-গোদাগাড়ীর। স্থানীয়রা জানিয়েছেন আসনটিতে লড়াই হবে নৌকার সঙ্গে কাঁচির। আবার কেউ কেউ বলছেন, ত্রিমুখী লড়াই হতে পারে। যেখানে নৌকা-কাঁচিকে ঝুঁকিতে ফেলতে পারে মাহিয়া মাহির ট্রাক।

গত ১৫ বছর ওমর ফারুক চৌধুরী এই আসনের এমপি থাকলেও আওয়ামী লীগকে এক কাতারে আনতে পারেননি। এবার তিনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। এ আসনের স্বতন্ত্র প্রার্থী আছেন গোলাম রাব্বানী। তার আছে নিজস্ব ভোট ব্যাংক। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আকতারুজ্জামান সমর্থন জানিয়েছেন গোলাম রাব্বানীকে। ওমর ফারুক চৌধুরী জানান, দলীয় নেতা-কর্মীরা সবাই নৌকার সঙ্গেই আছে। স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী জানান, এবার মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে। চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, তিনি যেসব এলাকায় যাচ্ছেন, মানুষের সাড়া পাচ্ছেন।

সর্বশেষ খবর