বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে নৌকা

রাজবাড়ী প্রতিনিধি

শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে নৌকা

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাঁচবারের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার শক্ত প্রতিদ্বন্দ্বী চারবারের সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জেলা জাতীয় পার্টির সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু লাঙল, তৃণমূল বিএনপির প্রার্থী ডি এম মজিবর রহমান, স্বতন্ত্র প্রার্থী মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুসল্লী ঢেঁকি, স্বপন কুমার সরকার স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তবে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলীর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চারবারের উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাসের। ভোটের মাঠে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী  খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও  তৃণমূল বিএনিপর প্রার্থী ডি এম মজিবর রহমানের মধ্য থেকে একজন শক্ত অবস্থান তৈরি করতে পারেন। তবে জয়ের আশায় সবাই ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

রাজবাড়ী-১ আসনে ৪ লাখ ৪ হাজার ১৮১ জন ভোটার রয়েছেন।

সর্বশেষ খবর