বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জয়-পরাজয়ের দোলাচলে দুই প্রার্থী

কুষ্টিয়া প্রতিনিধি

জয়-পরাজয়ের দোলাচলে দুই প্রার্থী

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে দুলছে নৌকা ও ট্রাক। সেলিম আলতাফ জর্জ নাকি আবদুর রউফ কে হাসবেন শেষ হাসি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মাঠে ভোটের প্রচারণা ও কথার লড়াইয়ের পাশাপাশি দুইপক্ষের মধ্যে ঘটছে মারামারি ও সহিংসতার ঘটনাও। এ আসনে এবারও নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ এমপি। আর ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাবেক এমপি আবদুর রউফ। এখানে তফসিল ঘোষণার আগে থেকেই চলছিল কথার লড়াই। বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ ছাড়াও অন্তত অর্ধডজন আওয়ামী লীগ নেতা নৌকার মাঝি হতে চেয়েছিলেন। এদের অধিকাংশেরই বক্তব্য ছিল বর্তমান এমপিকে নৌকার কান্ডারি হিসেবে মেনে নেবেন না। সেলিম আলতাফ জর্জকে পুনরায় নৌকা প্রতীক দেওয়ায় সাবেক এমপি আবদুুর রউফ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন। আর অন্য নেতারাও সমর্থন করছেন তাকে। আগে থেকে চলমান কথার লড়াই এখনো চলছে। এ আসনে চলছে জমজমাট প্রচারণা। নৌকার কান্ডারি অপেক্ষাকৃত তরুণ। কুমারখালীতে আওয়ামী লীগের এক সময়ের কান্ডারি গোলাম কিবরিয়া পরিবারের সন্তান। অন্যদিকে ট্রাক প্রতীকের প্রার্থী আবদুর রউফের গ্রামেগঞ্জে পরিচিতি আছে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। তারা বলছেন, উভয় প্রার্থীই আওয়ামী লীগের নেতা এবং কেন্দ্রীয়ভাবেও নৌকার বাইরেই ভোট করতে বাধা না থাকায় তারা দ্বিধায় আছেন।

সর্বশেষ খবর