বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নৌকার ঘাঁটিতে জয় চায় ট্রাক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

নৌকার ঘাঁটিতে জয় চায় ট্রাক

ময়মনসিংহ-১ আসনে এবার নৌকাকে পাল্লা দিচ্ছে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েমের ট্রাক। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বিতা ততই জোরালো হচ্ছে। এলাকার ভোটার এখন এই দুই প্রতীকে বিভক্ত। আলাপ-আলোচনা সবকিছুতেই উঠে আসছে নৌকা-ট্রাকের কথা। সীমান্ত এলাকা হালুয়াঘাট-ধোবাউড়া এই দুই উপজেলা নিয়ে ময়মনসিংহ-১ আসন। আওয়ামী লীগের বর্তমান এমপি জুয়েল আরেং এবারও নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া মাহমুদুল হক সায়েমও আওয়ামী লীগের নেতা। হালুয়াঘাটে উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি। নির্বাচনের লক্ষ্যে পদত্যাগ করে নৌকার মনোনয়ন চান। তবে আওয়ামী লীগ এই আসনে আবারও নৌকার মনোনয়ন দেয় বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেংকে। অন্যদিকে মনোনয়ন না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হন মাহমুদুল হক সায়েম। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দুই প্রার্থীরই নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। দুজনেরই রয়েছে পারিবারিক রাজনৈতিক পরিচয়। জুয়েল আরেং-এর পিতা প্রমোদ মানকিন এই আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।  অন্যদিকে মাহমুদুল হক সায়েমের পিতা এমদাদুল হক মুকুলও এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। ময়মনসিংহ-১ আসনটি পাহাড়ি এলাকা হওয়ায় ভোটারদের একটি বড় অংশ হচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো অধিবাসী। জাতীয় নির্বাচনে তাদের ভোট বড় ভূমিকা রাখে। সাধারণ ভোটারদের অভিমত,  ্রনৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি  লড়াই হবে।

সর্বশেষ খবর