বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ত্রিমুখী লড়াই যত আসনে

ত্রিমুখী লড়াইয়ে তিন হেভিওয়েট প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

ত্রিমুখী লড়াইয়ে তিন হেভিওয়েট প্রার্থী

ঢাকা ৪ (শ্যামপুর-কদমতলী) আসনে নির্বাচনে লড়ছেন তিন হেভিওয়েট প্রার্থী। নয়জন প্রার্থী থাকলেও মূল লড়াই হচ্ছে লাঙল, নৌকা এবং ট্রাকের মধ্যে। এ এলাকার বর্তমান সংসদ সদস্য এর আগে দুবার মহাজোট থেকে নির্বাচিত। এবার তাকে লড়তে হবে নৌকার বিরুদ্ধে। এরশাদ শাসনামলে দুবার এমপি ছিলেন তিনি। আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানমও এ এলাকার একবার এমপি ছিলেন। বর্তমানে তিনি সংরক্ষিত নারী আসনের এমপি। নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এক সময়ের বিশেষ সহকারী ড. আওলাদ হোসেন। তবে আওলাদ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অনেকটা বেকায়দায় পড়েছেন সানজিদা। বাবলা চারবারের এমপি থাকার সুবাদে এলাকায় রয়েছে শক্ত ভিত। আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা জোরেশোরে মাঠে নেমেছেন। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনও পিছিয়ে নেই প্রচারণায়। নিজস্ব কর্মিবাহিনী ছাড়াও আওয়ামী লীগের একটি অংশ কাজ করছে আওলাদের পক্ষে।

সর্বশেষ খবর