বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্বতন্ত্র জ্বরে কাঁপছে নৌকা

পটুয়াখালী প্রতিনিধি

স্বতন্ত্র জ্বরে কাঁপছে নৌকা

পটুয়াখালী-৪ আসনটিতে স্বতন্ত্র জ্বরে কাঁপছেন নৌকার মাঝি। এ আসনে ক্ষমতাসীন দলের তিন নেতার মধ্যে ভোটের মাঠে লড়াই হবে ত্রিমুখী বলে মনে করছেন নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। আসনটিতে সাবেক এবং বর্তমান এমপিদের নেতা-কর্মী-সমর্থকদের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়ায় ভোটের মাঠে এখন টানটান উত্তেজনা। নৌকার মাঝি মো. মহিব্বুর রহমান মহিব বর্তমান এমপি। তিনি চালিয়ে যাচ্ছেন সভা-সমাবেশ উঠান বৈঠকসহ গণসংযোগ। তুলে ধরছেন সরকারের বিভিন্ন উন্নয়ন। পাশাপাশি তিনবারের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঈগল প্রতীক নিয়ে মো. মাহবুবুর রহমান তালুকদার স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে ভোটের মাঠে ভালো অবস্থানে রয়েছেন বলে দাবি করছেন অনেকে। যেহেতু তিনি দলীয় সভাপতি তাই নেতা-কর্মীদের একাংশ  তার সঙ্গে রয়েছেন। এদিকে সাবেক এমপি মরহুম আনোয়ার উল ইসলামের  ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল-ইসলাম লিটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন।

সর্বশেষ খবর