বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রচারণা তুঙ্গে, ত্রিমুখী লড়াইয়ের আশঙ্কা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রচারণা তুঙ্গে, ত্রিমুখী লড়াইয়ের আশঙ্কা

চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার প্রার্থী আলী আজগারের সঙ্গে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র দুই প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ ও আবু হাশেম রেজা। এ আসনে নির্বাচন ঘিরে তিন প্রার্থীর চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এ আসনে নয়জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। এদের মধ্যে পাঁচজন বিভিন্ন দলের এবং চারজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর (নৌকা), জাসদ (ইনু) মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ ইয়াসিন মোল্লা (মশাল), জাকের পার্টির মনোনীত আবদুল লতিফ খান (গোলাপ ফুল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম (লাঙল) ও ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস চৌধুরী (আম)। এ ছাড়া তিনজন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীকে এ আসন থেকে ভোটযুদ্ধে নেমেছেন। এরা হলেন- বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মীর্জা সুলতান রাজার ভাই মীর্জা শাহরিয়ার মাহমুদ (ঢেঁকি), আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আবু হাশেম রেজা (ট্রাক),  নূর হাকিম (ঈগল) ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল মল্লিক (ফ্রিজ)।

সর্বশেষ খবর