বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনি লড়াইয়ে আলোচনায় মনজুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নির্বাচনি লড়াইয়ে আলোচনায় মনজুর

পাঁচ মাস আগে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছিলেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু। এবারও তার প্রতীক নৌকা। তবে ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম ও কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদের চাপে এখানে জোরালো প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। বাচ্চু শিবিরের প্রচারণার কারণে রাজনীতি ছেড়ে আসা মনজুর কেন আবার প্রার্থী হয়েছেন তা নিয়ে আলোচনা আছে। তিনি দীর্ঘ আট বছর রাজনীতি থেকে দূরে ছিলেন। তফসিল ঘোষণার পর আচমকা দৃশ্যপটে আসেন মনজুর। প্রচার-প্রচারণায় স্বভাবতই বিষয়টি সামনে আনছেন বাচ্চুর অনুসারীরা। তাদের ভাষ্য, মনজুর একসময় আওয়ামী লীগের রাজনীতি করলেও দল পাল্টে বিএনপিতে গিয়ে আবারও ছেড়ে আসার কারণে তার রাজনৈতিক পরাজয় হয়েছে। অন্যদিকে নৌকা প্রতীকের বাচ্চুকে জেতাতে কোমর বেঁধে মাঠে নেমেছেন নগর ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা। এ ছাড়াও এখানে আওয়ামী লীগের আরেকটি পক্ষকে নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন আরেক স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের ফরিদ মাহমুদ।

সর্বশেষ খবর