বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নৌকার প্রার্থী হতে ঘাম ঝরাচ্ছেন ওয়াকিল উদ্দিন

রফিকুল ইসলাম রনি

নৌকার প্রার্থী হতে ঘাম ঝরাচ্ছেন ওয়াকিল উদ্দিন

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানী-ভাসানটেক নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। সারা দেশের মতো এই আসনেও বইছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। দীর্ঘ ১৭ বছর ধরে এই আসনে আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য নেই রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায়। এমনকি কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত এই আসনে গত দুটি নির্বাচনে কোনো প্রার্থীই দেয়নি ক্ষমতাসীন দলটি। এবার আর ‘ছাড়’ নয়। এবার আওয়ামী লীগ থেকেই মনোনয়নের দাবি উঠেছে। কারণ দলটির নেতারা বলছেন, গত দুই মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দলীয় এমপি না থাকায় ‘স্থানীয় নেতারা যেন বিরোধী দলে’। ‘জোটে ও ভোটে’ ছাড় দিয়ে বানানো এমপিদের সহায়তা পাচ্ছেন না স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ আসনে নৌকা নিয়ে এবার নির্বাচন করতে চান আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন। তিনি এ নির্বাচনী এলাকায় জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। স্থানীয় নেতা-কর্মীরাও তাকে প্রার্থী হিসেবে দেখতে চান।

গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের একাংশের সমন্বয়ে গঠিত  ঢাকা-১৭ আসনের যেদিকে চোখ যায় সেদিকেই শোকের ব্যানার, ফেস্টুন ও পোস্টার চোখে পড়ে। বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গত পৌনে দশ বছরের সাফল্য অর্জনগুলো ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার করছেন তিনি। নিয়মিত কর্মিসভা, মতবিনিময়, বর্ধিত সভা করে চলেছেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, ওয়াকিল উদ্দিন গুলশান, বনানী, ভাসানটেক এলাকায় আওয়ামী লীগের চরম দুঃসময়ে হাল ধরে ছিলেন। এখনো নেতা-কর্মীদের ভরসাস্থল তিনি। দলীয় এমপি না থাকায় সাধারণ নেতা-কর্মীর যে কোনো সমস্যায় তাকেই পাশে পান বলে জানিয়েছেন তারা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, রাজধানীর ভিআইপি আসন খ্যাত ঢাকা-১৭ আসনে এবার বড় চমক আসতে পারে। এ আসন থেকে নির্বাচন করতে চান মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে তাকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) থেকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ওয়াকিল উদ্দিনকে নৌকার প্রার্থী করা হচ্ছে বলে জোর গুঞ্জন রয়েছে। দীর্ঘদিন পর দলের প্রার্থী হতে তিনি ঘাম ঝরাচ্ছেন নির্বাচনী এলাকায়। এ প্রসঙ্গে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মো. ওয়াকিল উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন  ‘দলের সর্বস্তরের নেতা-কর্মীর দাবি নিজস্ব লোক যেন নৌকা নিয়ে নির্বাচন করে। আমার বিশ্বাস, আমার রাজনৈতিক অবদান, স্থানীয় নেতা-কর্মীদের চাওয়া এবং মাঠের জরিপ মিলিয়ে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই নৌকা দেবেন। নেত্রীর প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তবে কোনো কারণে যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে নেত্রী যে নির্দেশনা দেবেন তা মেনে চলব।’  আওয়ামী লীগ, প্রতিটি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীর সঙ্গে আমার সম্পর্ক আস্থার ও আত্মার। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নে ভূমিকা রেখেছি। আশা করি মনোনয়ন পাব।

সর্বশেষ খবর