শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ঝালকাঠি-২

ঝালকাঠিতে মাহফিলে আসেননি মন্ত্রী এমপি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি

ঝালকাঠিতে মাহফিলে আসেননি মন্ত্রী এমপি

আমির হোসেন আমু

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় ঝালকাঠিতে মিলাদুন্নবী (স.) মাহফিল ও আলোচনা সভায় আসেননি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন। ঝালকাঠি ঈদগাহ ময়দানে পূর্বনির্ধারিত এই মাহফিলে আমির হোসেন আমু প্রধান অতিথি এবং বজলুল হক হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বুধবার সারা দিন মাইকিং করে অতিথিদের নাম ঘোষণা করা হয়। মঞ্চের ব্যানারেও তাদের নাম লেখা হয়। তবে তারা কেউই মাহফিলে আসেননি। 

উল্লেখ্য, ২০ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) সব রিটার্নিং কর্মকর্তাকে এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। এদিকে ২০ নভেম্বর এ নির্দেশনা আসলেও ২০ ও ২১ নভেম্বর সারা দিন ঝালকাঠি ঈদগাহ ময়দানের এ মাহফিলে অতিথি হিসেবে মাইকিং করে ঝালকাঠি-১ ও ২ আসনের সংসদ সদস্যদের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের নাম প্রচার করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হামিদুল হক বলেন, ‘নিষেধাজ্ঞা থাকায় মন্ত্রী ও এমপি মহোদয় মাহফিলে আসবেন না। নিষেধাজ্ঞার পরে মাইকিংয়ে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি জানার পরে মাইকিং বন্ধ করে দিয়েছি’।

 

সর্বশেষ খবর