শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোলার উন্নয়নে জ্যাকবের চমক

এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার উন্নয়নে জ্যাকবের চমক

জনপ্রতিনিধি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাজিমাত দ্বীপজেলা ভোলার সর্বদক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চরফ্যাশন-মনপুরা। এই জনপদের প্রাণপুরুষ অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম। অধ্যক্ষ নজরুল ইসলাম মৃত্যুর ১৬ বছর পর তার সুযোগ্য সন্তান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নির্বাচিত হয়ে নির্বাচনী এলাকায় নিরলসভাবে শান্তি, সম্প্রীতি ও স্থানীয় উন্নয়ন কাজ করেন। ২০১৪ সালে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেন।  

চরফ্যাশন-মনপুরাকে নদীভাঙন থেকে রক্ষা করেছেন। দুলারহাট, শশীভূষণ ও দক্ষিণ আইচায় নতুন তিনটি থানা ও ৮টি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করেছেন। প্রায় ১ হাজার কিমি পাকা রাস্তা ও  ২ শতাধিক ব্রিজ-কালভার্ট নির্মাণের মাধ্যমে বিচ্ছিন্ন এই জনপদে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। দেশের একমাত্র উপজেলা হিসেবে চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করেছেন। এ ছাড়াও যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের মাধ্যমে আগামী দিনের বড় স্বপ্নবাস্তবায়নের পথে চরফ্যাশন ও মনপুরাকে একধাপ এগিয়ে রেখেছেন। চরফ্যাশন ও মনপুরায় ২টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ ছাড়াও নতুন ৫টি কলেজ স্থাপন এবং দুই শতাধিক স্কুল-কলেজ-মাদ্রাসায় নতুন দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষাক্ষেত্রে নজরকাড়া উন্নয়ন নিশ্চিত করেছেন। চরফ্যাশন পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করেছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ দ্বীপ কুকড়ী-মুকড়ীকে ঘিরে পর্যটনের নতুন দিগন্ত ‘বাংলার বালিদ্বীপ’ গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছেন। দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে নির্মিত হয়েছে আইকনিক জ্যাকব টাওয়ার। উপমহাদেশের সর্বোচ্চ এই ওয়াচ টাওয়ারটি ইতিমধ্যেই বাংলার আইফেল টাওয়ার হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ম্যানগ্রোভ দ্বীপ কুকড়ী-মুকড়ী। কুইন আইন্যান্ড অব বাংলাদেশ খ্যাত কুকড়ী-মুকড়ীতে পর্যটকদের জন্য অত্যাধুনিক মানের রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে।          চরফ্যাশন পৌর সদরের জ্যাকব টাওয়ার ও ফ্যাশন স্কয়ারের পাশেই নির্মিত হয়েছে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক।

সর্বশেষ খবর