শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কাদের সিদ্দিকীর আসনে কী হচ্ছে?

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কাদের সিদ্দিকীর আসনে কী হচ্ছে?

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ঐক্যফ্রন্টের অন্যতম নেতা হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে। মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ঘাঁটি ও তার রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম এই টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)। এ আসনে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। এদিকে, আওয়ামী লীগ থেকে কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে উপনির্বাচনে তার ছেলে অনুপম শাহজাহান জয় এমপি নির্বাচিত হওয়ার পর তৃতীয় বারের মতো বিজয়ী হতে চায় আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ও বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদসহ আরও ১১ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন।

এ ছাড়া জাতীয় পার্টি থেকে রেজাউল করিমসহ দুজন ও বিএনপি থেকে অ্যাডভোকেট আহমেদ আযম খানসহ সাতজন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।

সর্বশেষ খবর