শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শক্ত অবস্থানে আনোয়ার হোসেন মঞ্জু

পিরোজপুর প্রতিনিধি

শক্ত অবস্থানে আনোয়ার হোসেন মঞ্জু

পিরোজপুর-২ আসনে শক্ত অবস্থানে আছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। টানা ১৮ বছর মন্ত্রী ও ৬ বার এমপি থাকার সুবাদে তার নির্বাচনী এলাকায় হয়েছে ব্যাপক উন্নয়ন। ফলে আগামী নির্বাচনেও তিনি মহাজোটের প্রার্থী হিসেবে রয়েছেন অনেকটা অপ্রতিদ্বন্দ্বী।

জানা যায়, পিরোজপুর-২ আসনের মধ্যে রয়েছে ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী এ তিন উপজেলা। এর মধ্যে ভাণ্ডারিয়া উপজেলায় রয়েছে জাতীয় পার্টির (জেপি) একক আধিপত্য। এ ছাড়া বাকি কাউখালী ও ইন্দুরকানী উপজেলায়ও রয়েছে জেপির মার্কা সাইকেলের ভালো অবস্থান। এ তিন উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে মহাজোট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু। এখানে তার বিপরীতে শক্ত কোনো প্রতিপক্ষ না থাকায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুই অনেকটা এগিয়ে থাকবেন বলে মনে করছে ভোটাররা। এ এলাকার ভোটাররা জানান, মঞ্জু ভাইয়ের বিষয়টা তাদের কাছে দলমতের বাইরে। তিনি অনেক বড় মাপের নেতা হওয়ার পরেও তাদের কাছে মঞ্জু ভাই। এলাকার যে কোনো বিষয়ে তারা মঞ্জু ভাইয়ের কাছে বিনা বাধায় গিয়ে কথা বলতে পারেন। এমনকি এলাকার বাইরে থাকলেও ফোন করে সহজে তাকে পান। এমনটা আর কোথাও দেখা যায় না। এসব কারণে ভোটের সময় মঞ্জু ভাইয়ের বিকল্প এখানে কেউ  চিন্তা করে না। জানা যায়, ২০১৪ সালের নির্বাচনে এ আসনে শেষবার এমপি নির্বাচিত হন আনোয়ার হোসেন মঞ্জু। অনেকটা অপ্রতিদ্বন্দ্বী হলেও বসে থাকেননি তিনি। নির্বাচনী এলাকায় চালিয়ে গেছেন প্রচার- প্রচারণা ও গণসংযোগ। সব কয়টি উপজেলায় তার ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড চোখে পড়ত সব সময়। এ ছাড়া বর্তমান সরকারের সর্বোচ্চ প্রভাবশালী কয়েকজন মন্ত্রী তার নির্বাচনী এলাকায় আমন্ত্রণে এসেছেন। ফলে ভোটারদের মধ্যে ধারণা সুদৃঢ় হয়েছে যে, উন্নয়নে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া বিকল্প নেই। সব মিলিয়ে আগামী একাদশ সংসদ নির্বাচনে একদিকে হেভিওয়েট প্রার্থী মঞ্জু, পাশাপাশি ভোটের লড়াইয়েও তিনি রয়েছেন শক্ত অবস্থানে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর