শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
বরিশাল-৩ আসন

মনোনয়ন নিয়ে মহাজোটের দুই শরিক জাপা ও ওয়ার্কার্স পার্টির রশি টানাটানি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মনোনয়ন নিয়ে মহাজোটের দুই শরিক জাপা ও ওয়ার্কার্স পার্টির রশি টানাটানি

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন নিয়ে মহাজোটের দুই শরিক জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টির মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। জোটভুক্ত হলেও এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই শরিক দলের দুই নেতা। দুজনই নিজেদের জোটের প্রার্থী দাবি করে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে জড়ায় মহাজোটের দুই শরিক জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পাটি। দুই শরিকের দ্বন্দ্ব মেটাতে না পেরে শেষ পর্যন্ত আসনটি উন্মুক্ত করে দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের সহায়তায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে ১২ হাজার ১৯৫ ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। এবারও ওই আসনে ওয়ার্কার্স পার্টির ব্যানারে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ টিপু সুলতান। এখন মহাজোটের মনোনয়ন পাওয়ার আশা করছেন তিনি। তার দাবি, পার্টির সভাপতি রাশেদ খান মেনন তাকে (টিপু সুলতান) নিশ্চিত করেছেন বরিশাল-৩ আসন ওয়ার্কার্স পার্টিকেই দিচ্ছেন।

সর্বশেষ খবর