শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
নারায়ণগঞ্জ-৩

সোনারগাঁয়ে চাচা-ভাতিজার লড়াই

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার। অন্যদিকে তার চাচা মোশারফ হোসেনও দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তারা দুজনই বুধবার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

জানা যায়, ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মহাজোট প্রার্থী হিসেবে মনোনয়ন পান আবদুল্লাহ আল কায়সার। তিনি ওই নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমকে পরাজিত করেন। ২০১৪ সালে দশম জাতীয়  সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল কায়সারের চাচা মোশারফ হোসেনকে। পরে দলের সিদ্ধান্তে এ আসনে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেনকে। সে কারণে মোশারফ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন লিয়াকত হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর