শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মনোনয়ন না পেয়েও ভোটের মাঠে সেই শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মনোনয়ন না পেয়েও ভোটের মাঠে সেই শফিক চৌধুরী

নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম. ইলিয়াস আলীকে পরাজিত করে চমক দেখিয়েছিলেন আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী। এ চমকের উপহার হিসেবে দল তাকে দায়িত্ব দেয় জেলা শাখার সাধারণ সম্পাদকের। পাঁচ বছর সংসদ সদস্যের দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক উন্নয়ন করেন বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার। দশম জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পান। বিএনপির বর্জন করা সেই নির্বাচনে তার জয়ও প্রায় নিশ্চিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মহাজোটের শরিক জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান শফিক চৌধুরী। এবারও আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় দলীয় মনোনয়নবঞ্চিত হন তিনি। তবে নিজে মনোনয়নবঞ্চিত হলেও বসে নেই শফিক চৌধুরী। জেলার বাকি আসনগুলোয় নৌকা প্রতীকের বিজয়ে তিনি ইতিমধ্যে নেমে গেছেন মাঠের কাজে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। কিন্তু ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার বিপক্ষে নির্বাচনে অবতীর্ণ হন স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। জাতীয় পার্টির দুর্বল সাংগঠনিক অবস্থার কারণে নির্বাচনে এহিয়ার জয়লাভ অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় মাঠে নেমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করে মহাজোটের প্রার্থী হিসেবে এহিয়াকে বিজয়ী করেন শফিক চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর