শিরোনাম
শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
বগুড়া-৫

কার হাতে থাকছে ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-৫ আসনে কার হাতে থাকছে ধানের শীষ— এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে চলছে জল্পনা-কল্পনা। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে দুজন হেভিওয়েট প্রার্থীই তা দাখিল করেছেন। তবে দুই প্রার্থীর সমঝোতা না হলে দলীয় কোন্দল বাড়তে পারে বলে আশঙ্ক্ষা করছেন স্থানীয় নেতা-কর্মীরা।  এদিকে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া জেলার প্রায় সব কয়টি আসনই এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি পেলেও পর পর দুইবার বগুড়া-৫ আসনটি আওয়ামী লীগের দখলে থাকায় দলটির ভিত আরও মজবুত হয়েছে বলে নেতা-কর্মীরা দাবি করেছেন। এ নির্বাচনে আওয়ামী লীগের একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও বিএনপির দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গ্রুপিং ও দলীয় কোন্দল সৃষ্টি হয়েছে। বিএনপির দলীয় সূত্র জানায়, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারপন্থি হওয়ায় সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে দলীয় মনোনয়ন পান বগুড়া   জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জানে আলম খোকা। কিন্তু তিনি নিজ দলের গ্রুপিংয়ের কারণে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য হাবিবর রহমানের কাছে পরাজিত হন। বিএনপি নেতা জানে আলম খোকা বলেন, দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। এ কারণে দল তাকে মনোনয়ন দিয়েছে। শেষ মুহূর্তে ধানের শীষ প্রতীক পাবেন বলে তিনি আশাবাদী। তাই ধানের শীষ প্রতীক পেলে এ আসনটি পুনরুদ্ধারও হবে বলে তিনি জানান। অপর প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য  গোলাম মোহাম্মদ সিরাজ। ২০০৮ সালে সংস্কারপন্থি নেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে তিনি    দীর্ঘ সময় এলাকায় আসেননি এবং রাজনীতি থেকেও দূরে ছিলেন। সম্প্রতি তিনি আবারও দলে ভিড়েছেন এবং নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত রয়েছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর