সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝিনাইদহে এগিয়ে আওয়ামী লীগ সিদ্ধান্তহীনতায় বিএনপি

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহে এগিয়ে আওয়ামী লীগ সিদ্ধান্তহীনতায় বিএনপি

ঝিনাইদহ ৪টি সংসদীয় আসনে নির্বাচনী মাঠে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। তারা ইতিমধ্যে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহর, গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে চষে বেড়াচ্ছেন। অন্যদিকে বিএনপি তথা ঐক্যফ্রন্টের অবস্থা নাজুক। ভয় ও আতঙ্কের মধ্যে তাদের নেতা-কর্মী ও সমর্থকদের দিন কাটছে। নির্বাচনী মাঠে কীভাবে নামবেন তা নিয়ে এখনো দুশ্চিন্তায় তারা। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে মাঠে নেমে পড়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি। তার প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। গ্রেফতার ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভয়ে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা একরকম পালিয়ে বেড়াচ্ছেন। তা ছাড়া সম্প্রতি শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে প্রচারণাকালে তার নিজের গাড়িসহ ৪টি মাইক্রো, ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কয়েকটি স্থানে তার পোস্টার ছিঁড়ে ফেলা ও আগুনে পোড়ানো হয়েছে। ঝিনাইদহ-২ (সদরের একাংশÑহরিণাকুণ্ডু) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তাহজীব আলম সিদ্দিকী সমি। দলীয় মনোনয়ন লাভের পর আওয়ামী লীগ নেতা-কর্মীরা একাট্টা হয়ে নির্বাচনী মাঠে নেমে তার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী মাঠে তার রয়েছে যথেষ্ট জনপ্রিয়তা। আওয়ামী লীগ নেতা-কর্মীরা নির্বাচনী মাঠে নানাভাবে প্রভাব বিস্তার করে চলছেন বলে ইতিমধ্যে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী আবদুল মজিদ। অভিযোগে বলা হয়, তার নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে ও পোস্টার সাঁটাতে দেওয়া হচ্ছে না। ঝিনাইদহ-৩ (সদরের আংশিক-হরিণাকুণ্ডু) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দ্বিতীয়বারের মতো ছিনিয়ে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনায়ারুল আজিম আনার এমপি। অন্যদিকে বিএনপির মনোনয়ন লাভ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর থেকে গণসংযোগ ও প্রচারণায় নামেন কাল। কিন্তু তার প্রচারণায় ধানের শীষ প্রতীকের পোস্টার ছেঁড়া, পুড়িয়ে দেওয়া, প্রচার মাইক বন্ধ, নেতা-কর্মীদের মারধর করা হচ্ছে বলে তিনি ইতিমধ্যে লিখিত অভিযোগ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর