সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম

আওয়ামী লীগে ‘উন্নয়ন’ বিএনপির ‘সহানুভূতি’

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

আওয়ামী লীগে ‘উন্নয়ন’ বিএনপির ‘সহানুভূতি’

নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। প্রধান দুই দলের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন সর্বত্র। তবে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ গুরুত্ব দিচ্ছে গত ১০ বছরে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞকে। পক্ষান্তরে বিএনপি দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলার কথা প্রচার করে ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। জানা যায়, গত ১০ বছরে চট্টগ্রামে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চারটি ফ্লাইওভার নির্মাণ, চলমান আছে ৯০৭ একর তীরবর্তী ভূমিতে বে-টার্মিনাল ও ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা (সম্ভাব্য) ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘শেখ হাসিনার অবদান গৃহহীনের জন্য বাসস্থান’ শীর্ষক শিরোনামে ৪১ দশমিক ৮৫ একর ভূমিতে আটটি উপজেলায় ১২টি গুচ্ছগ্রামে ৪৭০টি পরিবার পুনর্বাসন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চট্টগ্রামের ১৪ উপজেলায় ৫০ হাজার ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, দরিদ্রকে পুনর্বাসনসহ নানা উন্নয়ন কর্মযজ্ঞ। অন্যদিকে, বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপি নির্বাচনে এলেও তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, ধরপাকড় অব্যাহত আছে। বর্তমানে কারাগারে থাকা নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৪০টি ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা আছে। তা ছাড়া নগরের ১৬ থানায় বিভিন্ন পর্যায়ের প্রায় ৮০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ নগর বিএনপির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর