সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
রংপুর-৩

কৌতূহলীরা ভিড় করছেন ইভিএম প্রদর্শনী ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কৌতূহলীরা ভিড় করছেন ইভিএম প্রদর্শনী ক্যাম্পে

রংপুর-৩ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। বছরখানেক আগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে এ মেশিন ব্যবহার করা হলেও এ আসনের সংখ্যাগরিষ্ঠ ভোটারের কাছে এখনো তা অপরিচিত। সংশয় কাটাতে নির্বাচন কমিশনের ইভিএম মেশিন প্রদর্শনী ক্যাম্পে ভিড় করছেন কৌতূহলীরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর একটি হলো রংপুর-৩। সদর উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের একাংশ নিয়ে গঠিত এই আসনে ভোটার ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন।

সূত্র জানায়, ভোটারদের ইভিএম মেশিনের ব্যবহার সম্পর্কে অবগত করতে ৭ ডিসেম্বর প্রদর্শনী ক্যাম্প আয়োজন করা হচ্ছে; যা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন পাঁচটি স্থানে ক্যাম্প করা হচ্ছে। মোট ১০ জন বিশেষজ্ঞ ও প্রদর্শক এসব ক্যাম্পে ভোটারদের ইভিএম ব্যবহার সম্পর্কে ধারণা দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর