বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বাগেরহাট-২

সবাইকে নিয়ে সুন্দর বাগেরহাট গড়ে তুলতে চাই : শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি

সবাইকে নিয়ে সুন্দর বাগেরহাট গড়ে তুলতে চাই : শেখ তন্ময়

বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত করলে বাগেরহাটে কোনো সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান হবে না। আমার দলের হলেও তাকে রক্ষা করা হবে না। আপনারা আমার এ কথার ওপর শতভাগ আস্থা রাখতে পারেন। আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর বাগেরহাট ও এলাকায় নতুন নতুন কলকারখানা গড়ে তুলতে চাই; যাতে এখানে বেকার সমস্যা না থাকে।’ গতকাল বিকালে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকায় চিতলী-বৈটপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ তন্ময় আরও বলেন, ‘একজন নির্বাচিত সংসদ সদস্য একটি গাড়ি পান, একটি বাড়ি পান, আর মাসে মাসে সম্মানি পান এসব কিছুরই আমার দরকার নেই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। ৩০ ডিসেম্বর পর্যন্ত যদি আপনারা আমার সঙ্গে থাকেন, তার পর  থেকে আমি আপনাদের হয়ে যাব। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি যেদিন আমি যেতে পারব সেদিনই আমি নিজেকে নেতা বলে মনে করব। এখন আমি নেতা নই, আপনাদের সেবক মাত্র।’ বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন মীর শওকাত আলী বাদশা এমপি, চিত্রনায়ক ফেরদৌস প্রমুখ।

সর্বশেষ খবর