বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
দিনাজপুর-২

আওয়ামী লীগ-বিএনপি-জাপা সবাই আসনটি ফিরে পেতে চায়

দিনাজপুর প্রতিনিধি

আওয়ামী লীগ-বিএনপি-জাপা সবাই আসনটি ফিরে পেতে চায়

দিনাজপুর-২ আসনে প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগ। এ আসন বেশির ভাগ সময় আওয়ামী লীগের দখলে ছিল। ২০০৮ সালে এ আসন থেকে বিজয়ী হন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। ২০১৪ সালেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন। টানা দুবারের বিজয়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আসনটি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।  এদিকে, বোঁচাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বাবা অ্যাডভোকেট রিয়াজুল হক চৌধুরী ১৯৮৮ সালে এ আসন থেকে নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ২০০১ সালে এ আসনে বিজয়ী হয় বিএনপি। তার বাবার ও বিএনপির ইমেজ কাজে লাগিয়ে এ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে চান তিনি। অন্যদিকে জাতীয় পার্টির বোঁচাগঞ্জ উপজেলা সভাপতি এবং দলটির প্রার্থী অ্যাডভোকেট মো. জুলফিকার হোসেনও আসনটি পুনরুদ্ধারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ ছাড়া এ আসনে ভোটের মাঠে রয়েছেন হাবিবুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এরশাদ হোসেন (বাংলাদেশ মুসলিম লীগ)। গত ১০ বছরে বিরল-বোঁচাগঞ্জের রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব কারণে এ আসনে আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী আবার বিজয়ী হবেন বলে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ধারণা।

সর্বশেষ খবর