বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে ‘নির্বিঘ্ন’ আওয়ামী লীগ ‘শঙ্কায়’ বিএনপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বিঘ্নে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিনভর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা। তবে বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, তাদের নির্বিঘ্নে প্রচারকাজ চালাতে দেওয়া হচ্ছে না। প্রচারণায় হামলাসহ নানাভাবে হয়রানির কারণে শঙ্কা নিয়েই মাঠে আছেন তারা। তা ছাড়া নেতা-কর্মীদের বাড়িতেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। গত এক সপ্তাহে চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপি প্রার্থীরা প্রচারণার মাঠে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলে লিখিত ও মৌখিক অভিযোগ জমা দিয়েছেন বলে জানা যায়। চট্টগ্রামের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা লিখিত ও মৌখিকভাবে পোস্টার ছেঁড়াসহ নানা অভিযোগ করেছেন। অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।’

সর্বশেষ খবর