সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাইবান্ধা-২ আসনে এবার ত্রিমুখী লড়াই

গৌতমাশিস গুহ সরকার, গাইবান্ধা

গাইবান্ধা-২ আসনে এবার ত্রিমুখী লড়াই

গাইবান্ধা-২ (সদর) আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয় ভোটাররা। এখানে সাতজন প্রার্থী থাকলেও তাদের ধারণা লড়াই হবে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মাহাবুব আরা বেগম গিনি, ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপির আবদুর রশীদ সরকার এবং বাম গণতান্ত্রিক জোট প্রার্থী সিপিবির মিহির ঘোষের মধ্যে। জাতীয় পার্টি থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া আবদুর রশীদ সরকারকে প্রার্থী হিসেবে প্রথম দিকে মেনে নেয়নি বিএনপি নেতা-কর্মীরা। তাই প্রচারণা ও গণসংযোগে প্রার্থীর পক্ষে তাদের মাঠে নামতে দেরি হয়েছে। কিন্তু মহাজোট ও সিপিবি প্রার্থীর সেরকম সমস্যা না থাকায় তারা বহু আগেই নির্বাচনী মাঠে গণসংযোগে নেমে পড়েছিলেন।আওয়ামী লীগের মাহাবুব আরা বেগম গিনি এ আসনে গত দুবারের সংসদ সদস্য এবং বিএনপি প্রার্থী আবদুর রশীদ সরকার ১৯৯১ ও ১৯৯৬ এ আসনে জাতীয় পার্টির হয়ে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও তিনি গাইবান্ধা পৌরসভার কমিশনার, চেয়ারম্যান পদে এবং ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। অন্যদিকে ১৯৮৩ সালে মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশের পর দীর্ঘ লড়াই-সংগ্রামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি প্রার্থী মিহির ঘোষ তার পরিচ্ছন্ন ইমেজ নিয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী হয়ে উঠেছেন। স্থানীয় বিভিন্ন আন্দোলনের অগ্রভাগে থাকায় বিগত দুটি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক ভোটও তিনি টানতে সক্ষম হয়েছিলেন। মহাজোট প্রার্থী মাহাবুব আরা গিনির প্রচারণায় মাঠে আছে জোটভুক্ত জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ শরিক দলগুলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর