১৫ মার্চ, ২০২৩ ১৯:৪৭

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বুধবার বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, বিকেল ৪টায় আনন্দ শোভাযাত্রা, বাদ আসর কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং হকারদের মিষ্টিমুখ করানো।

বিকেল ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন সিলেটের সকল শ্রেণি-পেশার প্রতিনিধি। প্রিয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল রাজনৈতিক দলের নেতারা একে অপরকে কেক খাইয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও পত্রিকার সাথে সংশ্লিষ্টদের সাফল্য কামনা করেন।

বাংলাদেশ প্রতিদিন সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেলের ব্যবস্থাপনায় কেক কাটা ও শোভাযাত্রায় অংশ নেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান।

আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফ উদ্দিন খালেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, সংস্কৃতিজন প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আবদুল জব্বার জলিল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ ও এটিএম শোয়েব ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর শাখার আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, টিলাগড় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবদুল কাদির, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবাদুল হক চৌধুরী সুহেল, সিলেট ইউনাইটেড ক্লাবের ম্যানেজার পলাশ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর