শিরোনাম
শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অনলাইন ও ফেসবুকের যুগে প্রিন্ট সংস্করণে চ্যালেঞ্জ বেড়েছে

আব্দুর রহমান শেখ, সাধারণ সম্পাদক, রংপুর বিভাগ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন

গাইবান্ধা প্রতিনিধি

অনলাইন ও ফেসবুকের যুগে প্রিন্ট সংস্করণে চ্যালেঞ্জ বেড়েছে

বাংলাদেশ প্রতিদিনের অবস্থান সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অবস্থান সবার শীর্ষে। উচ্চশিক্ষিত থেকে শুরু করে ছাত্র-শিক্ষক, অফিস-আদালতে চা দোকানদার ও রিকশাচালক পর্যন্ত বংলাদেশ প্রতিদিন পত্রিকা সবার পছন্দের তালিকায় প্রথম। কারণ প্রথমত হেডলাইনে আকর্ষণীয় সংবাদ, যা অন্য কোনো পত্রিকায় পাওয়া যায় না...

 

রংপুর বিভাগ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শেখ। তিনি ১৯৮০ সাল থেকে প্রায় ৪৪ বছর ধরে সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত। সংবাদপত্র শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তিনি কথা বলেছেন। জানালেন, আগের তুলনায় এই শিল্প আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, ‘আগে মানুষ পত্রিকার জন্য অধীর আগ্রহ নিয়ে থাকতো। ভোর থেকে পত্রিকা বিতানে জড়ো হতো, কখন আসবে পত্রিকা। এখন সেই চাহিদা অনেকটা কমে গেছে।’ কারণ হিসেবে তিনি বলেন, নিউজের লিংক আগেই ফেসবুক ও অনলাইনে পাওয়া যায়। তাই পত্রিকার প্রতি মানুষের আগ্রহ কম।  বাংলাদেশ প্রতিদিনের অবস্থান সম্পর্কে নিয়ে বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অবস্থান সবার শীর্ষে। উচ্চশিক্ষিত থেকে শুরু করে ছাত্র-শিক্ষক, অফিস-আদালতে চা দোকানদার ও রিকশাচালক পর্যন্ত বংলাদেশ প্রতিদিন পত্রিকা সবার পছন্দের তালিকায় প্রথম। কারণ প্রথমত হেডলাইনে আকর্ষণীয় সংবাদ, যা অন্য কোনো পত্রিকায় পাওয়া যায় না। পত্রিকাটিতে প্রথম থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদের সংখ্যা অন্যান্য পত্রিকার তুলনায় অনেক বেশি থাকে। সেই সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের সংশ্লিষ্ট সবার আন্তরিকতায় ভালোমানের পত্রিকা প্রকাশিত হয়। যেখানে পাওয়া যায় রাজধানী ঢাকাসহ স্থানীয় সব সংবাদ। সেই সঙ্গে পত্রিকাটির মূল্য কম। এ কারণে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পত্রিকাটি জায়গা করে নিয়েছে।

সর্বশেষ খবর