২৫ এপ্রিল, ২০২০ ১৪:৫০

ডা. মঈন উদ্দিন ত্যাগে মহিয়ান

মোহাম্মদ খায়রুল আলম


ডা. মঈন উদ্দিন ত্যাগে মহিয়ান

স্মৃতির অতল গভীরে হারিয়ে যাবে

কত নাম, কত মুখ, কত অজানা কাহিনী।

কিন্তু চিরভাস্কর হয়ে থাকবে একটি নাম, ডা. মঈন উদ্দিন।

বেঁচে থাকবে আমাদের মাঝে, প্রথম সারির যোদ্ধা হয়ে।

পরোপোকারী দৃষ্টান্ত তোমার ছাত্রজীবনের উজ্জ্বল উদাহারণ।

পৃথিবীতে কিছু মানুষ জন্মায়, যাদের কর্মই ধর্মে নিবেশিত হয়।

তুমি তেমনই একজন, কর্মে ধ্যানমগ্নে মানুষের কল্যাণে বিলিয়েছ এ জীবন।

মানুষের সেবায় নিবেদিত চিকিৎসা সাশ্রের মূল মন্ত্রে দিক্ষিত ছিলে।

বিনয়ী, স্বদালাপী, চিকিৎসক হিসেবে তুমি ছিলে অনন্য।

তোমার এমন মৃত্যুতে, আমরা আজ স্থম্ভিত।

তোমার প্রয়াণে আজ সৃষ্টি হয়েছে এক আত্মত্যাগের মহিমা।

দেশের সকল চিকিৎসক আজ তাই ঐক্যবদ্ধ,

এই মহামারীতে জীবন বাজি রেখে সেবা দিতে তারা আজ দৃঢ়চিত্ত।

তুমি আজ আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছো ভালোবাসার মূল মন্ত্র।

মানব সেবায় আত্মোৎসর্গের সুতীব্র অঙ্গীকার।
 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর