রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

স্থাপত্য অধিদফতর নেবে ৪২ কর্মী, আবেদন অনলাইনে

চাকরির খোঁজ ডেস্ক

স্থাপত্য অধিদফতরের রাজস্ব খাতে স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অধিদফতরে ৮ ক্যাটাগরির পদে ১২তম থেকে ১৯তম গ্রেডে ৪২ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

 

১. পদের নাম : ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-২)

পদসংখ্যা : ৩। যোগ্যতা : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে স্থাপত্যে অন্যূন ডিপ্লোমাসহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে অন্যূন দুই বছরের কাজের অভিজ্ঞতা।

বেতন স্কেল : ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই : মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা : ২। যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৩. পদের নাম : ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-৪)

পদসংখ্যা : ১৯। যোগ্যতা : স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আর্কিটেকচার বিষয়ে অন্যূন চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই : মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৪. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা : ৮। যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল : ৯,৩০০-২৪,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই : মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৫. পদের নাম : গাড়িচালক। পদসংখ্যা : ২।

যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পাস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যু করা বৈধ লাইসেন্সসহ (ভারী লাইসেন্স/হালকা লাইসেন্স) ভারী/হালকা যানবাহন চালনায় পারদর্শী।

বেতন স্কেল : ৯,৩০০-২৪,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই : মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৬. পদের নাম : সহকারী মডেল মেকার। পদসংখ্যা : ৩।

যোগ্যতা : এসএসসি বা সমমান পাস। দুই বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই : মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, জামালপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৭. পদের নাম : সহকারী প্রিন্টার। পদসংখ্যা : ৪।

যোগ্যতা : এসএসসি বা সমমান পাস। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ প্রিন্টিং কাজে অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই : মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, জামালপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৮. পদের নাম : ইলেকট্রিশিয়ান। পদসংখ্যা : ১।

যোগ্যতা : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই : মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, জামালপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা : আবেদনকারীর বয়স ২০২২ সালের ২৪ নভেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ সীমার মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে http://architecture.teletalk.com.bd/ ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : ২৭ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২২, বিকাল ৪টা পর্যন্ত।

সর্বশেষ খবর