রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঢাকা বিআরটিতে চাকরি

শিক্ষানবিশকালে বেতন আড়াই লাখের বেশি

চাকরির খোঁজ ডেস্ক

ঢাকা বিআরটিতে চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি)। গুরুত্বপূর্ণ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে ডাকযোগে আবেদন করুন-

পদের নাম ও সংখ্যা : ব্যবস্থাপনা পরিচালক, ১টি।

আবেদনের যোগ্যতা : প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে ডিগ্রি অথবা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কিংবা ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা বা অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। অন্যূন ২০ বছর কর্ম-অভিজ্ঞতা, এর মধ্যে অন্যূন তিন বছর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে কর্ম বা অভিজ্ঞতাসহ অংশীদারি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৬০ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা : ১ লাখ ৭৫ হাজার টাকা। মূল বেতনের ৫০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, চিকিৎসা ভাতা, যৌথ বিমা, সার্বক্ষণিক গাড়ির সুবিধা, টেলিফোন ভাতা, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, পেনশন, বার্ষিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি : প্রাথমিকভাবে এক বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। চাকরিকাল সন্তোষজনক হলে পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ ৫ বছর বাড়ানো হতে পারে।

আবেদনের নিয়ম : আবেদনের সঙ্গে প্রার্থীদের জীবনবৃত্তান্ত; শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ; পাসপোর্ট সাইজের সদ্য তোলা তিন কপি রঙিন ছবি; জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ; নাগরিকত্ব সনদ; চারিত্রিক সনদের (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত) এক কপি সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে কোম্পানি সচিব, ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি), বাসা নম্বর-০৪, সড়ক নম্বর-২১, সেক্টর-০৪, উত্তরা, ঢাকা-১২৩০- এই ঠিকানায়। আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ১ হাজার টাকা পে-অর্ডার করতে হবে।

আবেদনের সময়সীমা : আগামী ১৫ মে বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন http://www.dhakabrt.gov.bd এই ওয়েবসাইটে ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর