রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে

চাকরির খোঁজ ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ২ ক্যাটাগরির পদে ১৩ ও ২০তম গ্রেডে ১০ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ১। যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার প্রসেসিংসহ ওয়ার্ড, ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা : অনূর্ধŸ ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম : অফিস সহায়ক

পদসংখ্যা : ৯। যোগ্যতা : এসএসসি বা সমমান পাস। বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই : ১ নম্বর পদের ক্ষেত্রে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, ঝিনাইদহ, বরিশাল, ভোলা, হবিগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

২ নম্বর পদের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর ও জামালপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

তবে শুধু সরকারি/বেসরকারি এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা : ২০২৩ সালের ১ সেপ্টেম্বর প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই http://most.teletalk.com.bd/err.phperr=532 ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য অনলাইনে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে [email protected] এবং [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি : অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।

সর্বশেষ খবর